[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাকৃবির অধ্যাপককে যৌন নিপীড়নের অভিযোগে স্থায়ী বরখাস্ত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যৌন নিপীড়নের অভিযোগে এক অধ্যাপককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক। তাঁর বিরুদ্ধে মালয়েশীয় এক নারী শিক্ষার্থী গত বছরের ২৫ সেপ্টেম্বর যৌন নিপীড়নের লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত বছর ১৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনে তাঁকে সাময়িক বরখাস্ত করা করা হয়। এরপর ওই শিক্ষককে পাঠানো কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ আদেশ ১৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দুটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষককে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না, তা জানতে নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাব পাওয়ার পর তাঁর শাস্তির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুক্তভোগী মালয়েশীয় ওই ছাত্রীর অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষক তাঁর বাসায় জোরপূর্বক প্রবেশ করে তাঁকে একাধিকবার যৌন হয়রানি করেছেন এবং মুঠোফোনে বিভিন্ন অশোভন বার্তা পাঠাতেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন