[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আসিফের গানে কষ্টের গল্প

প্রকাশঃ
অ+ অ-

‘কষ্ঠ ভীষণ’ গানের ভিডিওর শুটিংয়ে আসিফ আকবর ও মৌরী মাহদী | ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন গায়ক আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায়, তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া কতটা কষ্টের—সেই কথাই উঠে এসেছে আসিফ আকবরের গাওয়া নতুন এই গানে। ভালোবাসা দিবসে গানটি প্রকাশিত হবে।

‘কষ্ট ভীষণ’ শিরোনামের এই গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। গানটির সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার।  

ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সঙ্গে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়ন তো আছেই। আশা করছি “কষ্ট ভীষণ” শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্য রকমভাবে রাঙিয়ে তুলবে।’

‘কষ্ঠ ভীষণ’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ঢাকার অদূরে রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে গানটি। গানটিতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সঙ্গে মডেল মৌরী মাহদীর অনন্য এক রসায়ন। ভালোবাসা দিবসে ধ্রুব মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন