[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সব কমিটি বিলুপ্ত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নাটোর

বিএনপির লোগো

নাটোরের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল নাটোর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সভা হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. রহিম নেওয়াজ। সভায় নাটোরের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এসব ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায় নতুন আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আহ্বায়ক মো. রহিম নেওয়াজ কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে খুব শিগগির জেলার প্রতিটি ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে। এসব কমিটি গঠন শেষ হলে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্মেলনের আয়োজন করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন