[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীর পাঁচ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

জামায়াতে ইসলামী | ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে মজলিশে শুরার অধিবেশনে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রাজশাহীতে ৯টি উপজেলা, সিটি করপোরেশনসহ মোট ৬টি সংসদীয় আসন। রাজশাহীর ৯ উপজেলা নিয়ে গঠিত ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সদর আসনে প্রার্থী এখনো দেয়নি সংগঠনটি।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম বলেন, এটা সম্ভাব্য প্রার্থীর তালিকা। নির্বাচনের তফসিল ঘোষণা হলে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে জামায়াতে ইসলামী। আর রাজশাহী সদরের আসনের প্রার্থীও ঘোষণা করা হবে শিগগিরই।

রাজশাহীর পাঁচটি আসনের জামায়াতের প্রার্থীরা হলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের রোকন আবদুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন