{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

‘জিতবে এবার নৌকা’ গান গেয়ে ভাঙা হলো রাজশাহী কলেজে শেখ মুজিবের ম্যুরাল

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রাজশাহী কলেজ প্রাঙ্গণে এভাবেই শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়। বৃহস্পতিবার দুপুরে | ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার সালাম নিন/ নৌকা মার্কায় ভোট দিন/ জয় বাংলা/ জিতবে এবার নৌকা’ এই গান বাজছে সাউন্ডবক্সে। তার তালে তালে ছাত্র-জনতার নাচানাচি। আর একটু একটু করে এক্সকাভেটর দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিকে। তিন ধাক্কাতেই ২৫ ফুট উঁচু ম্যুরালটি মাটিতে লুটিয়ে পড়ল। ছাত্র-জনতার মুখে তখনো ওই গান। ‘জিতবে এবার নৌকা’।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে এভাবেই শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়। ২০১৯ সালে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ ১০ লাখ ২০ হাজার টাকা ব্যয় করে ২৫ ফুট উঁচু ও ২২ ফুট প্রস্থের এই ম্যুরালটি নির্মাণ করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন ম্যুরালটি আংশিক ভেঙে রাখা হয়েছিল। তখন কলেজ কর্তৃপক্ষ এর ওপরে একটি কাপড় ঝুলিয়ে দিয়েছিল।

আজ সকাল থেকে ছাত্র-জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, দুপুর ১২টার সময় রাজশাহী কলেজের ম্যুরালটি ভাঙা হবে। নির্ধারিত সময়ে কয়েক শ শিক্ষার্থী ম্যুরালটির সামনে গিয়ে স্বৈরাচারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। একজন ছাত্র ম্যুরালের ঠিক মুখের ওপরে একটি পেরেক গাঁথেন। আরেকজন তার সঙ্গে কয়েক জোড়া স্যান্ডেল ঝুলিয়ে দেন। একজনের কাঁধে উঠে আরেকজন স্যান্ডেলগুলোকে আরও ওপরে তুলে দেন। এরপর বাঁশের লাঠি দিয়ে ক্রমাগত ম্যুরালটিতে বাড়ি দিতে থাকেন। কিন্তু এতে শেষ পর্যন্ত বাঁশটিই ফেটে যায়। এরপর সবাইকে অপেক্ষা করতে বলা হয় যে এক্সকাভেটর আসছে।

এ সময় একদল ছাত্র ম্যুরালটির নিচে দাঁড়ান। তাঁদের একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কণ্ঠ নকল করে বক্তব্য দিতে থাকেন। ছাত্ররা তা নিয়ে চরম হাস্যরস করতে থাকেন।

পরে বেলা ১টা ৫৭ মিনিটে রাজশাহী কলেজের পশ্চিম পাশের গেট দিয়ে এক্সকাভেটর ভেতরে ঢোকে। তার ওপরে চড়ে শিক্ষার্থীরা পতাকা নিয়ে নাচানাচি করেন। এক্সকাভেটর এসে ম্যুরালের গায়ে একটু একটু করে ধাক্কা দিতেই এক মিনিটের মধ্যে ম্যুরালটি মাটিতে ভেঙে পড়ে। ঘড়িতে তখন বেলা ২টা বেজে ৩ মিনিট। ছাত্ররা তার ওপরে চড়ে নাচানাচি শুরু করেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন