{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

অতিথিদের সঙ্গে ফটোসেশনে পুরস্কারপ্রাপ্তরা; যা নিয়ে চলছে সমালোচনা | ছবি: পদ্মা ট্রিবিউন 

অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ দেওয়া হয় শনিবার। সেখানে পুরস্কারপ্রাপ্তদের অতিথিদের পেছনে দাঁড় করিয়ে রেখে তোলা ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে এবার মুখ খুলেছেন পুরস্কারপ্রাপ্ত একজন লেখক ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, ‘বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবো নাকি? তাদের আদব-কায়দা যদি না থাকে, আমরা কী করবো?’

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে ‘স্বাধীনতা সাম্য ও সম্প্রীতি: বাংলাদেশের কবিতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

আলোচনায় বক্তব্য রাখছেন সলিমুল্লাহ খান | ছবি: পদ্মা ট্রিবিউন 

সলিমুল্লাহ খান বলেন, ‘লোকজন বলছেন আপনি পুরস্কার নিলেন কেন? আরে... পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে। বাংলা একাডেমির পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছেন। আমাকে জিজ্ঞেস করছেন ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পেছনে দাঁড়িয়ে ছিলেন কেন? আমি বলেছি, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। এখানেও দাসত্বের অবসান করতে হবে। দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে। সবাই যদি আমরা সমান না হই, তাহলে আমরা এক হবো না।’

জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই উৎসবে আরও আলোচনা করেন বাংলা একাডেমির পরিচালক আবুল কাসেম ফজলুল হক, মঞ্জুরুর রহমান ও কুদরত-ই খোদা। সঞ্চালনা করেন সাংবাদিক সোহরাব হাসান।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন