[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাত কলেজের জন্য ১ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি শিক্ষার্থীদের

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়

সংবাদ সম্মেলনে নতুন পাঁচ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা, ২৮ জানুয়ারি | ছবি: পদ্মা ট্রিবিউন 

এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করাসহ নতুন পাঁচ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি। দাবিগুলো হলো—শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করা; এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা; সব বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী হওয়া; বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে চলমান সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা এবং উদ্ভূত পরিস্থিতিতে সাত কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি, সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দুই দিনের মধ্যে আলোচনার আয়োজন করা।

তবে সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, অসুস্থ শিক্ষার্থীদের রেখে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মামুন আহমেদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত না করলে কোনো সমাধান সম্ভব নয়।

আবদুর রহমান আরও বলেন, ‘তাই আবারও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি আমরা। এর মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বসতে হবে। সাত কলেজের সব প্রতিনিধি এবং আহত শিক্ষার্থীদের সঙ্গে বসে যে সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।’

সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। নিয়মিত ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া, সময়মতো ফল প্রকাশ, সেশনজট কমানোসহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রায় আট বছর আগে এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন আনা হয়েছিল। কিন্তু আট বছরেও সব সমস্যার সমাধান হয়নি। শিক্ষাবিষয়ক সমস্যাগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু ‘অবহেলা’র অভিযোগও সামনে এসেছে।

এখন সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন