[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেরিয়ে এলেন ইডেনের শিক্ষার্থীরা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাত ২টার দিকে গেট খুলে বেরিয়ে আসেন ইডেনের শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মধ্যরাতে আরও গতি পেয়েছে। রাত ২টার দিকে ক্যাম্পাস থেকে দল বেঁধে বেরিয়ে এসেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

ক্যাম্পাস থেকে বেরিয়ে মিছিল নিয়ে তারা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে গেছেন। এসময় তারা ‘ইডেন কলেজ আসছে, রাজপথ কাঁপছে’ বলে স্লোগান দিতে থাকেন।

ইডেন কলেজ শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এমনকি তারা সাত কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখেছে বলেও শোনা যাচ্ছে। তাই আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য বের হয়েছি।

এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও সড়কে নেমে এসেছেন বলে খবর পাওয়া গেছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন