[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশে ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে, যারা করছে ধরাও পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি কেরানীগঞ্জ

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সহায়তায় হটলাইন সেবা উদ্বোধনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে এবং যারা করছে, তারা ধরাও পড়ছে। ছাড়া পাওয়ার পর আবার তারা এসব করছে, এটা সত্যি কথা। আমরা চেষ্টা করছি যেভাবে হোক এটি কমিয়ে আনার জন্য।’

আজ রোববার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সহায়তায় হটলাইন সেবা উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি চাঁদাবাজি ও ছিনতাই কমাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এর আগে কারাগার প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী কারাগারের বন্দীদের সহায়তায় হটলাইন সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, হটলাইনের মাধ্যমে বন্দীদের অবস্থান, হাজিরা ও সাক্ষীর তারিখ, শারীরিক অবস্থা, প্যারোলে মুক্তির তথ্য, বিভিন্ন পরামর্শ ও অভিযোগের সব তথ্য দেওয়া যাবে। এই হটলাইনের মাধ্যমেই বন্দীর আত্মীয়স্বজন সব তথ্য জানতে পারবেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের কারাগারে চাকরির সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান।

পরে পুলিশের স্বল্পতা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের স্বল্পতা নেই। হয়তো কাজে আগের মতো উদ্যমটা নেই। তাঁদের কাজের উদ্যমটা যেন ফিরিয়ে আনা যায়, আমরা চেষ্টা করে যাচ্ছি।’

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো বন্দীদের ব্যাপারে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এখনো প্রায় ৭০০ জন বন্দী এখনো বাইরে রয়েছেন। তাঁদের ধরার চেষ্টা চলছে।’

শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তির পর সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে, ঢাকা শহরে ভীতিকর পরিস্থিতির তৈরি হয়েছে—সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যে–ই ধরা পড়বে, তাকেই আইনের আওতায় আনা হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, উপ-কারা মহাপরিদর্শক (ঢাকা বিভাগ) জাহাঙ্গীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন