[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে করাচি যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ রোববার পাকিস্তানের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ছেড়ে যায় | ছবি: বিজ্ঞপ্তি

পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’। পাকিস্তানের করাচিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে জাহাজটি রোববার চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ত্যাগ করেছে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি করাচিতে ‘এক্সারসাইজ আমান ২০২৫’ শীর্ষক এই ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে।

‘বানৌজা সমুদ্র জয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে যাচ্ছেন।

নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বানৌজা সমুদ্র জয়’ জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময় নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র বাজায়। এ সময় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজটির কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বিদায় অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এক্সারসাইজ আমান-২০২৫-এ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশ নেবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন