[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ২৩ শতাংশ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

সাবমেরিন কেবল | প্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি বা বিএসসিপিএলসির মুনাফা ২৩ শতাংশ কমে গেছে। সর্বশেষ গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমে দাঁড়িয়েছে ২ টাকা ২৪ পয়সায়। এর আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৯১ পয়সা।

গত শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তা বিনিয়োগকারীদের জানানো হয়েছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের পাশাপাশি চলতি ২০২৪-২৫ অর্থবছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, একদিকে তাদের রাজস্ব আদায় কমেছে; অন্যদিকে পরিচালন ও ব্যবস্থাপনা খরচ বেড়েছে। এ কারণে মুনাফা কমে গেছে। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে কোম্পানিটি সরকারের পাওনা পরিশোধে নতুন করে ২ কোটি ২১ লাখের বেশি শেয়ার ইস্যু করেছে। ফলে শেয়ারের পরিমাণও বেড়ে গেছে। ফলে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) নেতিবাচক প্রভাব পড়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত অক্টোবর-ডিসেম্বরে সাবমেরিন কেবলসের শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সা। কিন্তু নতুন শেয়ার ইস্যুর কারণে তা কমে ২ টাকা ২৪ পয়সায় নেমে আসে। একই কারণে অর্ধবার্ষিক মুনাফাও কমেছে। গত জুলাই-ডিসেম্বরে কোম্পানিটির প্রকৃত শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়ায় ৫ টাকা ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭ টাকা ৭৫ পয়সা। নতুন শেয়ার সমন্বয়ের কারণে গত জুলাই-ডিসেম্বরে এই ইপিএস কমে দাঁড়ায় ৪ টাকা ৭৪ পয়সায়। একই কারণে আগের অর্থবছরের প্রথম অর্ধবার্ষিকের ইপিএস কমে দাঁড়ায় ৬ টাকা ৩০ পয়সায়। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অর্ধবার্ষিক হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২৫ শতাংশ বা দেড় টাকার বেশি।

এদিকে মুনাফা কমার খবরে রোববার ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৫ টাকা ২০ পয়সা বা ৪ শতাংশের বেশি কমে দাঁড়িয়েছে ১২১ টাকা ৪০ পয়সায়। ডিএসইতে এদিন কোম্পানিটির ৫০ হাজার শেয়ারের হাতবদল হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন