[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যারা পালিয়েছে, তারাই গুজব ছড়াচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রকাশঃ
অ+ অ-

বিশেষ প্রতিবেদক ঢাকা

সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে | ছবি: পদ্মা ট্রিবিউন

যারা পালিয়েছে, তারাই গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়বস্তু এবং বিভিন্ন পর্যায়ে বৈঠক হওয়ার তথ্য জানাতে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করে জানতে চান, প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে যাওয়ার পর অনলাইনে একটি প্রচারণা ছিল, তিনি আর ফিরবেন না, সরকারের উপদেষ্টারাও পালাচ্ছেন। এই প্রচারণাগুলো কারা চালাচ্ছে, সরকার কি তা খতিয়ে দেখেছে?

জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা পালিয়েছে, তারাই (প্রচারণা) চালাচ্ছে। ‘শেখ হাসিনা পালায় না’ বলে, তিনি পালিয়ে গেলেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইন্ডিয়ান এক্সপ্রেসকে যে সাক্ষাৎকার দিয়েছেন তা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আসাদুজ্জামান খান হচ্ছেন বাংলাদেশের কসাই, বুচার অব বাংলাদেশ। বাংলাদেশে যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে, স্টুডেন্ট, শ্রমিক, রিকশাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তাঁকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, নিউজ যারা করছে, তাদের মানটা আপনি বোঝেন। এটি একটি বড় রকমের প্রোপাগান্ডা ক্যাম্পেইন।’

দেশে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তৈরি পোশাকশিল্পের (গার্মেন্টস) রপ্তানি কি কমেছে? আজকে পত্রিকায় দেখা গেছে, ৫১টি কারখানা বন্ধ হয়েছে। কারখানা খুলবে, বন্ধ হবে—এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সরকার দেখে বাংলাদেশের রপ্তানি বাড়ছে কি না? দেশের রপ্তানি সেপ্টেম্বরে বেড়েছে ৭ শতাংশ, অক্টোবরে ১৬ বা ১৮ শতাংশ, নভেম্বরে প্রায় ২২ শতাংশ, ডিসেম্বরের ১৮ শতাংশের মতো। প্রবৃদ্ধি তো সে রকমই আছে।

বন্ধ হওয়া কারখানার মালিকদের বেশির ভাগই পালিয়ে গেছেন বলে উল্লেখ করেন প্রেস সচিব।

মাজারে হামলার বিষয়ে প্রেস সচিব বলেন, যারা মাজারে হামলা করবে, তাদের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। কোনো ধরনের মাজারে হামলা বরদাশত করা হবে না।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন