[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে খেজুরের কাঁচা রস খেয়ে এক পরিবারের পাঁচজন অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঈশ্বরদী

গাছে বাঁধা খেজুরের রস সংগ্রহের হাঁড়ি | ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে খেজুরের কাঁচা রস খেয়ে এক পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অসুস্থ ব্যক্তিরা হলেন—আয়েশা খাতুন (৫৫), শিল্পী খাতুন (২৮), প্রিয়া খাতুন (২৬), ইফাত রহমান (১২) এবং আবরার আদিব (৬)। এরা সবাই ইদ্রিস আলীর স্ত্রী, তিন সন্তান এবং ভাইয়ের স্ত্রী। উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া-বরামপুর গ্রামের বাসিন্দা তারা।

ইদ্রিস আলী জানান, গত রোববার সকালে পরিবারের সবাই মিলে খেজুরের রস খায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে পরিবারের দুই সদস্যের বমি, পাতলা পায়খানা এবং জ্বর-সর্দি-কাশি দেখা দেয়। রাত ১টার দিকে একই উপসর্গে আরও তিনজন আক্রান্ত হন। সোমবার ভোরে অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে স্যালাইন দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইদ্রিস আলী আরও জানান, বর্তমানে আক্রান্তরা অনেকটাই সুস্থ। তবে ধারণা করা হচ্ছে, খেজুরের রস থেকে খাবার বিষক্রিয়ার কারণে এই সমস্যা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সঞ্জিব বণিক বলেন, ‘নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বমি এবং পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে ঢাকা থেকে রক্ত পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না যে তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা। উন্নত চিকিৎসার জন্য রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন