[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হঠাৎ বন্ধ বইমেলার কাজ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে জোরেসোরে বইয়ের স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে। সোমবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন

সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা ২০২৫-এর স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ হঠাৎ স্থগিত হয়ে গেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১৭ জানুয়ারির 'যুব কনভেনশন'-এর জন্য চার দিন নির্মাণ কাজ বন্ধ থাকার শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার সন্ধ্যার পর উদ্যানের যে অংশে বইমেলার নির্মাণ কাজ চলছিল, সেখানে এসে সংগঠনটির পরিচয় দেওয়া একদল ব্যক্তি শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন। তারা জানান, যুব সম্মেলনের জন্য গণপূর্ত অধিদপ্তরের অনুমোদন রয়েছে। এরপর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন বলেন, 'সন্ধ্যা থেকে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি আমরা গণপূর্ত অধিদপ্তরকে জানিয়েছি। প্রস্তুতি যথাসময়ে শেষ না হলে ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা সম্ভব হবে না।'

তিনি আরও বলেন, 'এখন তো প্রতিটা ঘণ্টাই আমাদের কাছে একেকটা দিনের মত। বইমেলার তো আর বেশিদিন নেই। যথাসময়ে প্রস্তুতি শেষ না হলে তো ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা যাবে না।'

প্রকাশক এবং নির্মাণ সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে বলেন, 'কাজ বন্ধ থাকলে সময়মতো পাঁচ শতাধিক স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ সম্পন্ন করা কঠিন হবে।'

তারা আরও বলেন, 'মেলায় কোন কোন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে তা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ১৮ জানুয়ারি লটারির মাধ্যমে প্রকাশকদের স্টল বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।'

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির বলেন, '১৭ জানুয়ারি সম্মেলন শেষ হলে কাজ করার জন্য পর্যাপ্ত সময় থাকবে। এতে বইমেলার কোনো সমস্যা হবে না।'

বাংলা একাডেমির সদস্য সচিব সরকার আমিন বলেন, 'সম্মেলনের মত একটা বড় আয়োজন হওয়ার পর সেই প্যান্ডেল ভেঙে মাঠকে বইমেলার উপযোগী করা কতটা সম্ভব হবে, এই বিষয়টি সবারই চিন্তা করা উচিত।'

গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহবুব রহমান বিষয়টিকে ‘ওভারল্যাপিং’ হিসেবে উল্লেখ করে বলেন, 'বাংলা একাডেমির মহাপরিচালক আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। আমরা এটি সমাধানের চেষ্টা করব।'

ক্ষমতার পালাবদলের নতুন প্রেক্ষাপটে ‘জুলাই গণঅভ‍্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপি বইমেলা শুরু হওয়ার কথা রয়েছে। বিগত বছরের মতোই এবারের মেলাও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে চলছিল প্রস্তুতি। গণপূর্ত অধিদপ্তর থেকে বইমেলার জন্য ১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বাংলা একাডেমির সম্মুখপ্রান্ত এবং সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে আগামী ১৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যুব সম্মেলনের জন্যও মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে।

গণপূর্তের অনুমতিপত্রে দেখা যায়, গত ১২ ডিসেম্বর বইমেলার জন্য বাংলা একাডেমিকে অনুমতি দেওয়া হয়েছে। আর ২৯ ডিসেম্বর যুব সম্মেলনের জন্য ইসলামী আন্দোলনকে অনুমতি দেওয়া হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন