[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লংগদুতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাঙামাটি

রাঙামাটি জেলার ম্যাপ

রাঙামাটির লংগদু উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার লংগদু ইউনিয়নে বরকলকের কিচিংছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে লংগদু উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার বরকলকের কিচিংছড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে লংগদু থানা-পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। গুলিতে নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা (৩২)। এলাকার লোকজন নিহত ব্যক্তিকে ইউপিডিএফের কর্মী বললেও দলটির সংশ্লিষ্ট নেতারা তা অস্বীকার করেছেন। নিহত ম্রঅং মারমার বাড়ি খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ চাকমা বলেন, ‘আমার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।’

ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, নিহত ব্যক্তি তাঁদের কর্মী নন। তাঁর সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোলাগুলিতে একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন