[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি: রুনা খান

প্রকাশঃ
অ+ অ-

নিনোদন প্রতিবেদক

রুনা খান | ছবি: সংগৃহীত
 
নববর্ষের কবিতায় কিবা বলা যায় আর
যা হয়নি বলা শত সহস্রবার
নতুন বছর আসে, পুরানো বছর পিছু হটে
জানি মোরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জানি বটে... 
সেই ১৯১০ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সামনে তাকাতে চায় সবাই। ব্যতিক্রম নয় শোবিজ তারকারা। ২০২৪ সাল অনেকের ক্যারিয়ারে সুবাতাস বয়ে এনেছিল, কেউ আবার ছিটকে পড়েছিলেন জীবনের জটিলতায়। নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে। তবে প্রত্যেকের ভাবনা আলাদা। চলুন জেনে নেওয়া যাক অভিনেত্রী রুনা খানের বয়ানে তার সাম্প্রতিক অতীত ও নিকট আগামীর গল্পটুকু- 
 
রুনা খান | ছবি: সংগৃহীত

ফিরে দেখা

গত বছর দেশের মানুষ যে সময়ের মধ্য দিয়ে গিয়েছে, আমি বা আমার পরিবারও একই অবস্থার ভেতর দিয়ে গিয়েছি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের প্রভাব কমবেশি সবার ওপরই পড়েছে। এত মৃত্যু, এত রক্ত বা সাম্প্রতিক সময়ের অনেক অব্যবস্থাপনা, সব মিলিয়েই দেশের মানুষ একটি অস্থির সময়ের ভেতর দিয়ে গেছে। দেশের নাগরিক হিসেবে আমিও এগুলোর সম্মুখীন হয়েছি, এই তো। 

রুনা খান | ছবি: সংগৃহীত

আর ব্যক্তি জীবনে, আমি, আমার এক মেয়ে এবং তার বাবা... আমাদের ছোট্ট একটি পরিবার। সবাই সুস্থ আছি, শারীরিক ও মানসিকভাবে। কাজের ব্যাপারে যদি বলি, গত বছর শুরুর দিকে একটি সিনেমা ও একটি ওয়েবে কাজ করার ব্যাপারে আমার কথা হয়েছিল। শুটিং হওয়ার কথা ছিল আগস্টে। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই শেষ পর্যন্ত পিছিয়ে যায়। পরে নভেম্বরে আমরা শুটিং শেষ করতে পারি। দুটো ভালো গল্পে কাজ করেছি। এখন দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন।
 
পরিকল্পনা
আমার আসলে নতুন বছরের প্ল্যান ওইভাবে থাকে না। পরিবার নিয়ে সুস্থ থাকলে আর নিজের কাজটুকু করে যেতে পারলেই আমি খুশি। প্ল্যান করে আমি কিছু করতে পারি না। সময়ের সঙ্গে চলি সবসময়। আমি যেহেতু একজন অভিনেতা ও মডেল, তাই নির্মাতাদের মতো আমার চয়েজ থাকে না যে আমি অমুক ধরনের সিনেমা করবো। কিন্তু আমার কাছে তো কাজ আসতে হবে। অভিনেতা বা মডেল হিসেবে আমার কাছে যে কাজ আসবে সে অনুযায়ী আমি যুক্ত হবো। এক্ষেত্রে আমার প্ল্যান করার আসলে কিছু নেই। 

রুনা খান | ছবি: সংগৃহীত

প্রত্যাশা
নতুন বছর নিয়ে প্রত্যাশা একটাই, পৃথিবীর সকল মানুষের জীবনে শান্তি আসুক। পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন