পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি: রুনা খান
নিনোদন প্রতিবেদক
রুনা খান | ছবি: সংগৃহীত |
ফিরে দেখা
গত বছর দেশের মানুষ যে সময়ের মধ্য দিয়ে গিয়েছে, আমি বা আমার পরিবারও একই অবস্থার ভেতর দিয়ে গিয়েছি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের প্রভাব কমবেশি সবার ওপরই পড়েছে। এত মৃত্যু, এত রক্ত বা সাম্প্রতিক সময়ের অনেক অব্যবস্থাপনা, সব মিলিয়েই দেশের মানুষ একটি অস্থির সময়ের ভেতর দিয়ে গেছে। দেশের নাগরিক হিসেবে আমিও এগুলোর সম্মুখীন হয়েছি, এই তো।
![]() |
রুনা খান | ছবি: সংগৃহীত |
আর ব্যক্তি জীবনে, আমি, আমার এক মেয়ে এবং তার বাবা... আমাদের ছোট্ট একটি পরিবার। সবাই সুস্থ আছি, শারীরিক ও মানসিকভাবে। কাজের ব্যাপারে যদি বলি, গত বছর শুরুর দিকে একটি সিনেমা ও একটি ওয়েবে কাজ করার ব্যাপারে আমার কথা হয়েছিল। শুটিং হওয়ার কথা ছিল আগস্টে। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই শেষ পর্যন্ত পিছিয়ে যায়। পরে নভেম্বরে আমরা শুটিং শেষ করতে পারি। দুটো ভালো গল্পে কাজ করেছি। এখন দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন।
পরিকল্পনা
আমার আসলে নতুন বছরের প্ল্যান ওইভাবে থাকে না। পরিবার নিয়ে সুস্থ থাকলে আর নিজের কাজটুকু করে যেতে পারলেই আমি খুশি। প্ল্যান করে আমি কিছু করতে পারি না। সময়ের সঙ্গে চলি সবসময়। আমি যেহেতু একজন অভিনেতা ও মডেল, তাই নির্মাতাদের মতো আমার চয়েজ থাকে না যে আমি অমুক ধরনের সিনেমা করবো। কিন্তু আমার কাছে তো কাজ আসতে হবে। অভিনেতা বা মডেল হিসেবে আমার কাছে যে কাজ আসবে সে অনুযায়ী আমি যুক্ত হবো। এক্ষেত্রে আমার প্ল্যান করার আসলে কিছু নেই।
![]() |
রুনা খান | ছবি: সংগৃহীত |
প্রত্যাশা
নতুন বছর নিয়ে প্রত্যাশা একটাই, পৃথিবীর সকল মানুষের জীবনে শান্তি আসুক। পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি।
একটি মন্তব্য পোস্ট করুন