[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বছরের শুরুতে শীত, কুয়াশা বাড়তে পারে

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

বছরের প্রথম দিন সকালে রাজধানীতে ছিল কুয়াশা। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, ১ জানুয়ারি ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন

নতুন বছরের শুরু থেকে আবারও শীত জেঁকে বসতে পারে। মাসের প্রথম দিনের সকালে বাড়তে পারে কুয়াশা। উত্তরাঞ্চল ছাড়া দেশের বাকি এলাকায় কমতে পারে তাপমাত্রা। দেশের কয়েকটি এলাকায় আজ শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। আগামী দু–তিন দিন শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, গত ডিসেম্বর শীত যতটা পড়বে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। মাসের শেষের দিকে সারা দেশে তাপমাত্রা বেশ বেড়ে যায়। শৈত্যপ্রবাহও বিদায় নেয়। এর কারণ হিসেবে বঙ্গোপসাগরে সৃষ্ট একাধিক লঘুচাপের কথা বলছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল সন্ধ্যায় বলেন, ডিসেম্বর মাসে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে টানা শীত পড়েনি। তবে মাসের একেবারে শেষের দিকে এসে আবার তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে বাড়তে শুরু করবে কুয়াশাও।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল সারা দেশের সর্বনিম্ন।

সোমবার সন্ধ্যার পর থেকেই হিমালয়ের কোলঘেঁষা এই জনপদে বাড়তে থাকে শীতের তীব্রতা। রাতভর ঝিরিঝিরি হিমেল বাতাসের সঙ্গে ঝরতে থাকে কুয়াশা। গতকাল ভোরে বেড়ে যায় সেই কুয়াশার দাপট। এতে বেলা বাড়লেও দেখা যাচ্ছিল না সূর্য। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও রোদের তীব্রতা ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছিল।

গতকাল সকালে পঞ্চগড় শহরে আসা ভ্যানচালক জয়নাল হক (৪৫) বলেন, ‘আইজকা ঠান্ডাখান (শীত) খুপে বেশি নাগেছে। সকালে কুয়াশাতে কিচ্ছু দেখা যায় না। ভ্যান চালাইলে ঠান্ডাতে হাত-পাও অবশ হয় যাছে।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বুধবার (আজ) দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরের জনপদে এর পরিমাণ বেশি থাকতে পারে। এতে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

আগামী শুক্র বা শনিবার বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। এতে শীতের অনুভূতি কমে যেতে পারে, বলেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন