বিনোদন প্রতিবেদক
![]() |
রেলের শহর বলে খ্যাত পাকশীতে সামিরা খান মাহি | ছবি : অভিনেত্রীর সৌজন্যে |
এই সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী ঈশ্বরদী গিয়েছিলেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলের হালনাগাদে জানা যায় অভিনেত্রীর ভ্রমণের কথা।
ঈশ্বরদীর পদ্মা নদীর ওপর শত বছর পূর্বে নির্মিত হার্ডিঞ্জ ব্রিজের নিচে গিয়ে বেশকিছু ছবি তুলেছেন। সেসব ছবি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। ছবি দেখেই অনুমান করা যায় তিনি বেশ উপভোগ্য সময় কাটাচ্ছেন? আনন্দময় এইসব একাধিক মুহূর্তের ছবি পোস্ট করে সামিরা খান মাহি লিখেছেন, 'স্বর্ণ সময় পার করছি, যেখানে ইতিহাসের সঙ্গে শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়।'
কিন্তু হঠাৎ করে কেন ঈশ্বরদীতে? এ বিষয়ে একটি রিলস ভিডিও পোস্ট করেছেন মাহি। সেখানে দেখা যায় অনেকজন মিলে বেশ মজা করছেন। কখনো পদ্মা নদীর মাঝে, কখনো ব্যাটারি চালিত অটোতে, কখনো পদ্মার বালুতে, হার্ডিঞ্জ ব্রিজের তলে দাঁড়িয়ে আছেন। সেই পোস্ট থেকেই বোঝা যায় মূলত বন্ধুদের সঙ্গে ঘুরতে হার্ডিঞ্জ ব্রিজে গিয়েছেন।
সামিরা খান মাহি মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি।
শীতের ছুটিতে এমন ঘোরাঘুরির আগে শীত নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। দেশে ইতোমধ্যে শীত পড়ে গেছে। শীতের মৌসুম পছন্দ করেন জানিয়ে মাহি বলেছিলেন, ‘আসলে শীতটা তো অনেক দ্রুত এসে চলে যায়। ঢাকাতে ওভাবে শীত তো তেমন পড়েই না, গরম অনেক বেশি পড়ে। শীত এলে আমরা এনজয়ই করি। কারণ অধিকাংশ সময় আমাদের রোদের মধ্যেই কাজ করতে হয় এবং মেকআপ নষ্ট হয়ে যায়। শীতের দিনে একটা দিক ভালো যে, মেকআপ নষ্ট হয় না। সেজন্য ভালো লাগে শুটিং করতে। আর কেন জানি না আমি এমনিতেই শীত পছন্দ করি।’
শীতে শৈশবের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেছিলেন, ‘ছোটবেলায় যখন বাবা-মায়ের সঙ্গে গ্রামে যেতাম তখন কুয়াশা, গ্রামের বাড়িতে খেজুরের রস এ ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখতাম। কিন্তু বড় হওয়ার পর ওভাবে আসলে যাওয়া হয় না। বিশেষ করে কাজের ব্যস্ততায় একদমই যাওয়া হয় না। সে জায়গা থেকে গ্রামের দিনগুলো মিস করি। সকাল বেলা ঘুম থেকে উঠে যতবার কুয়াশা দেখি, প্রতিবার মনে পড়ে আগে এরকম ভোর সকালে কুয়াশার মধ্যে বাবা গোসল করতে নিয়ে যেত।’ সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়েও কথা বলেন অভিনেত্রী।