[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

ডেঙ্গু  | গ্রাফিক:পদ্মা ট্রিবিউন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু হয়েছে ৫২২ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন। অন্য দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১৩৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২৩, ঢাকা বিভাগে (ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়া) ৬৪, চট্টগ্রাম বিভাগে ৭৮, বরিশাল বিভাগে ৫৩, খুলনা বিভাগে ৪৭, রাজশাহী বিভাগে ৩৭, ময়মনসিংহ বিভাগে ১৮, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ২ জন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৬৪ দশমিক ৮ শতাংশ আর নারী রোগী ৩৫ দশমিক ২ শতাংশ। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০৩ জন।

চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ হাজার ৬৩২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন ৯২ হাজার ৭০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সব বয়সী মানুষ আক্রান্ত হলেও ১৬ থেকে ৩০ বছর বয়সী মানুষ বেশি আক্রান্ত হয়েছেন। পাঁচ বছরের কম বয়সী পাঁচ হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে। অন্যদিকে ৮০ বছরের বেশি বয়সী মানুষ আক্রান্ত হয়েছেন ২৬৭ জন।

গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত মাসে, ১৭৩ জনের।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন