[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঘড়িয়াল সংরক্ষণে রাজশাহীতে উৎসবমুখর আয়োজন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রাজশাহীতে ঘড়িয়াল সংরক্ষণে সচেতনতামূলক পাপেট শো। শনিবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ বন বিভাগের সুফল প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) আয়োজিত বৃহত্তর সচেতনতা প্রচারের অংশ হিসেবে রাজশাহীতে তিন দিনব্যাপী নৌকাভিত্তিক প্রচারাভিযান শুরু হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী রাজশাহী শহরের শ্রীরামপুর এলাকায় টি-বাঁধে এই অভিযানের উদ্বোধন করেন। এর আগে এ কর্মসূচির আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ঘড়িয়াল সংরক্ষণের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

মো. আমির হোসেন বলেন, ‘আমরা সবাইকে ঘড়িয়াল সংরক্ষণে সহায়তার জন্য আহ্বান জানাই। একসঙ্গে কাজ করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মহামূল্যবান প্রাণীগুলোকে টিকিয়ে রাখা সম্ভব।’

প্রচার অভিযানের বিভিন্ন পর্যায়ের পরিবেশবিদ, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিপুলসংখ্যক দর্শনার্থীর অংশগ্রহণ ছিল। বিশেষ করে শিশু ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনের প্রাণবন্ততা বাড়িয়েছে। উপস্থিত অতিথিরা ঘড়িয়াল সংরক্ষণে তাঁদের আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ আয়োজনের মাধ্যমে আইইউসিএন বাংলাদেশ স্থানীয় জনগণের মধ্যে ঘড়িয়াল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছে।

আয়োজকেরা জানান, রোববার রাজশাহী শহরের জাহাজঘাট, চারঘাট উপজেলার সারদা, বাঘা উপজেলার মীরগঞ্জঘাটে এবং সোমবার রাজশাহীর গোদাগাড়ীতে এই নৌকাভিত্তিক প্রচারাভিযান চালানো হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন