[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহী চিড়িয়াখানায় মোটরসাইকেল রাখার খরচ নিয়ে বিতর্ক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বর্তমানে সংস্কারের কাজ চলছে। তবে, সংস্কারের মাঝেও চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়েছে। সংস্কারের কারণে আগের মতো পরিবেশ সৃষ্টি হয়নি, যার ফলে ভ্রমণকারীদের সংখ্যা কমে গেছে। এই অবস্থায়, মোটরসাইকেল  রাখার জন্য ১০০ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে, যা নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
 
জানা যায়, চিড়িয়াখানার উন্নয়ন কাজে কোটি কোটি টাকা ব্যয় হলেও যানবাহন রাখার জন্য পর্যাপ্ত জায়গা তৈরি করা হয়নি। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রধান ফটকের সামনে গাড়ি রাখার নতুন স্থান চালু করেছে, যেখানে মোটরসাইকেল রাখার জন্য ১০০ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল মাত্র ২০ টাকা।

দর্শনার্থী ইয়াসিন আরাফাত বলেন, 'প্রবেশ মূল্য ২৫ টাকা, আর মোটরসাইকেল রাখার জন্য ১০০ টাকা দিতে হলো। এটা অত্যন্ত বাড়তি।'

আরেক দর্শনার্থী আব্দুর রহমান বলেন, 'মোটরসাইকেল নিরাপদ রাখতে এখানে রেখেছি, তবে এত বেশি টাকা দেখে অবাক হয়েছি।'

চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, 'দর্শনার্থীদের অভিযোগ তাদের কাছে পৌঁছেছে। শিগগিরই খরচ কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

এছাড়া, সংস্কারের কাজের জন্য অধিকাংশ প্রাণী অন্য স্থানে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে চিড়িয়াখানায় হরিণ, ঘড়িয়াল এবং কিছু পাখি রয়েছে। কর্তৃপক্ষ জানায়, সংস্কারের কাজ শেষ হলে চিড়িয়াখানাটি আরও উন্নত ও আকর্ষণীয় হয়ে উঠবে।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন