[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে নাটোর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নারায়ণগঞ্জ ও নাটোর

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ হয়েছে।

নাটোর শহরের কানাইখালী এলাকায় সোমবার রাত ৯টার দিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর রাত সাড়ে ৮টা থেকে তার অনুসারীরা জড়ো হতে শুরু করেন। বিক্ষোভকারীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তার মুক্তির দাবি জানান। রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। 

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভাস্কর বাগচী, যুব মহাজোটের সাধারণ সম্পাদক চন্দন নাগ এবং হিন্দু মহাজোটের নেতা দেবাশিষ কুমার দেবু। বক্তারা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তি দাবি করে বলেন, তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভের শুরু থেকেই কানাইখালী এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, 'শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছেড়ে গিয়েছেন এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।'

এদিকে, বিকেলে চিন্ময় দাশকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় এবং মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

নারায়ণগঞ্জেও বিক্ষোভ
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী মিছিল বের করেন। এরপর তারা চাষাঢ়া চত্বরে গিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কসহ আশপাশের সড়কগুলোতে যানচলাচল বিঘ্নিত হয়। বিক্ষোভকারীরা রাত পৌনে ১১টার দিকে সড়ক ছাড়েন।

বিক্ষোভকারীরা আগামীকাল মঙ্গলবার দুপুরে শহরে আরও একটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন।

এ সময় সড়কের পাশে পুলিশের সতর্ক উপস্থিতি ছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন