চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর আটকের প্রতিবাদে বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ
প্রতিনিধি চট্টগ্রাম
![]() |
| সড়ক অবরোধ করে বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকনের সংগঠক এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন।
বিক্ষোভকারীরা ‘জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জেলের তালা ভাঙবো চিন্ময়কে আনবো, জেগেছে সনাতনী জেগেছে’ স্লোগানে আশপাশ এলাকা সরগরম করে তোলেন। বিক্ষোভের কারণে চেরাগী পাহাড় মোড়ের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে লোকজনের চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
তবে বিক্ষোভকারীদের পাশে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
এর আগে, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

Comments
Comments