[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যাত্রাবাড়ীতে সংঘর্ষ থেমেছে, আহত অনেকে, কলেজজুড়ে ভাঙচুরের চিহ্ন

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

পড়ে আছেন আহত একজন | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় সংঘর্ষ থেমেছে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন।

বেলা আড়াইটার দিকে কলেজটির সামনে সেখানকার শিক্ষার্থী ও এলাকাবাসী অবস্থান নেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তখন এলাকায় আর দেখা যায়নি।

জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে হামলার পর মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে ভাঙচুরের চিত্র দেখা গেছে। কলেজটির ১০তলা ভবনের সব তলায় ভাঙচুর চালানো হয়েছে। লুটপাট করা হয়েছে কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব।

পড়ে আছেন আহত একজন | ছবি: পদ্মা ট্রিবিউন

মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, তাঁদের কলেজে অতর্কিত হামলা চালানো হয়। এরপর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। কলেজের টাকাপয়সাও লুট করা হয়েছে।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনা ঘটেছে | ছবি: পদ্মা ট্রিবিউন
 
আজ দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। ভাঙচুর ও লুটপাটের পর বেলা একটার দিকে সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
 
পড়ে আছেন আহত একজন | ছবি: পদ্মা ট্রিবিউন

ঘটনাস্থলে থাকা প্রতিবেদক সংঘর্ষের সময় সাতজনকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখেছেন। এ ছাড়াও এই সংঘর্ষে আহত হয়েছেন অনেকে।

দেড়টার দিকে সংঘর্ষ থামার পর বেলা দুইটার দিকে এই প্রতিবেদক কলেজটির ভেতরে ঢোকার সুযোগ পান। এ সময় দুজনকে কলেজ ভবন থেকে আহত অবস্থায় বের করতে দেখেন তিনি। তিনি আরও জানান, তিনি কলেজের একটি কক্ষে তিনজনকে আটকে থাকা অবস্থায় দেখেছেন। তাঁদের কী হয়েছে, তা শেষ পর্যন্ত জানতে পারেননি তিনি।

পড়ে থাকা একজনকে মারধর করা হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

এর আগে গতকাল রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালানো হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের দিনের হামলার জের ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী বিজয় আহমেদ বলেন, ‘গতকাল মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজে ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা এর প্রতিশোধ নিতে এসেছি। মোল্লা কলেজে ঢুকে যা পেয়েছি, তা নিয়ে এসেছি।’

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে দেখা গেছে। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের দৃশ্য | ছবি: পদ্মা ট্রিবিউন

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শ্রেণিকক্ষেও ভাঙচুর চালানো হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন