[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রথম আলোকে ‘তওবা’ করানোর কর্মসূচিতে পুলিশের ধাওয়া

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

বিশৃঙ্খলাকারীরা এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। রোববার কারওয়ানবাজারে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রথম আলো পত্রিকা অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। 

প্রথম আলোর এক সংবাদকর্মী জানান, বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। প্রথম আলোর কর্মীরা সবাই অফিসের ভেতরে অবস্থান করছেন। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে।

‘বাংলাদেশের জনগণ' ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদ্রাসা ও ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী৷ | ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে।

আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখেন সেনা সদস্যরা। রোববার সন্ধ্যায় | ছবি: পদ্মা ট্রিবিউন

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। এ জন্য তাদের তওবা করাতে এই জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার প্রথম আলো-ডেইলি স্টার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল বিক্ষোভকারী। ‘বাংলাদেশের জনগণ’-এর ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টার অফিসের সামনে জুমার নামাজও আদায় করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন