[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ শুরু

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

জাহাজ | গ্রাফিক:পদ্মা ট্রিবিউন

পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, পানামা পতাকাবাহী "ইউয়ান শিয়াং ফা ঝান" নামের কনটেইনার জাহাজটি গত সোমবার দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে ৩২৮টি কনটেইনারে ৩৭০ টিইইউস (২০ ফুট) মালামাল ছিল। পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে।

জাহাজটির স্থানীয় এজেন্ট রিজেন্সা লাইন্স লিমিটেডের এক কর্মকর্তা  জানান, এই জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছেছে এবং চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই ফিরে যাবে। আশা করা হচ্ছে, এ রুটে নিয়মিত জাহাজ চলাচল করবে।

বুধবার ঢাকা পাকিস্তান হাইকমিশন জানায়, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ স্থাপন করেছে। এই যাত্রা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্রমবর্ধমান চাহিদাকে প্রতিফলিত করে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, সরাসরি শিপিং রুটটি পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এবং ব্যবসা বৃদ্ধির পাশাপাশি পুরো অঞ্চলে বাণিজ্যিক নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, "এটি বিদ্যমান বাণিজ্যকে ত্বরান্বিত করার পাশাপাশি ছোট ব্যবসায়ী থেকে বড় রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।"

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন