[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইকুয়েডর ফুটবলার মার্কো আনগুলোর মর্মান্তিক মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

খেলা ডেস্ক

ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো আনগুলো | এক্স

ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো আনগুলো গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। গত মাসের ৭ তারিখে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। এক মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মাত্র ২২ বছর বয়সেই মারা গেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মঙ্গলবার ইকুয়েডর ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে।

দুর্ঘটনায় মাথা ও ফুসফুসে আঘাত পান আনগুলো। এক সপ্তাহ ধরে ছিলেন নিবিড় তত্ত্বাবধানে। এরপর ইকুয়েডরের রাজধানী কিটোর একটি হাসপাতালে সোমবার রাতে মারা যান। একই দুর্ঘটনায় ইকুয়েডরের বয়সভিত্তিক দলে আনগুলোর সাবেক সতীর্থ রবার্তো কাবেজাসও মারা গেছেন।

গত মার্চ থেকে আনগুলো ইকুয়েডরিয়ান লিগ চ্যাম্পিয়ন এলডিইউ কিটোর হয়ে খেলেছেন। মেজর লিগ সকারের দল সিনসিনাটি থেকে তাঁকে ধারে এনেছিল দলটি। ২০২২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে আনগুলোর, খেলেছেন দুটি ম্যাচ।

ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ইকুয়েডরের সাবেক ফুটবলার, যে প্রতিভা ও নিবেদন দিয়ে যখনই সুযোগ পেয়েছে আমাদের দেশের মুখ রক্ষা করছে। শুধু দুর্দান্ত একজন ফুটবলারই ছিল না, মার্কো দারুণ একজন টিমমেটও ছিল।’

সিনসিনাটি আনগুলোর প্রতি সম্মান জানিয়ে লিখেছে, ‘মার্কোকে হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত। তিনি উল্লসিত ও বিনীত তরুণ ছিলেন। যে রুমেই পা দিতেন, আলোকিত করতেন।’

ইকুয়েডরের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন নিহত হয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন