[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রাকৃতিক বনকে রক্ষা করা বন বিভাগের দায়িত্ব: রিজওয়ানা হাসান

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইলে ‍‍‌বুরো বাংলাদেশ‍‍ মিলনাতনে আন্তর্জাতিক পরিবেশ সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: পদ্মা ট্রিবিউন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন করা যাবে না। সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়। বনবিভাগের দায়িত্ব টাকা বিতরণ করা না, তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা।"

বুধবার টাঙ্গাইলের বুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বিদ্যুৎ অপচয় রোধে সবাইকে সচেতন হতে বলেন। তিনি জানান, দিনের বেলায় সব লাইট বন্ধ রাখার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। “আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ অপচয় করবো, যখন প্রাকৃতিক আলো রয়েছে?” তিনি প্রশ্ন তোলেন।

ঢাকার বুড়িগঙ্গা নদীর পরিস্থিতি তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, "নদীর তলদেশে তিন-চার স্তরের পলিথিন জমে আছে, যা ড্রেজিং করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই পলিথিন ব্যবহার বন্ধ করা সবার দায়িত্ব।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, এবং রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর ফারমিনা হোসেন এবং স্বাগত বক্তব্য দেন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন