[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চারঘাটে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

আইনুল হক ও শোয়েব নবী শেখ | ছবি : বিজিবির সৌজন্যে

চারঘাট রাজশাহী: রাজশাহীর চারঘাট থেকে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) এবং জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন-১ এর অধীন ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/২-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর পাড়ে সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, "বিজিবি তাদের থানায় হস্তান্তর করে এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মামলা করে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হবে।"

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন