[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মহেশখালীতে অনলাইনে জুয়া নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

ছুরিকাঘাতে নিহত যুবক জোবায়েরুল ইসলাম | ছবি সংগৃহীত

প্রতিনিধি মহেশখালী: কক্সবাজারের মহেশখালীতে অনলাইনে জুয়া নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে আহত জোবায়েরুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টায় মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় ইয়াছিন পারভেজ নামের এক যুবকের ছুরিকাঘাতে জোবায়েরুল গুরুতর আহত হন। জোবায়েরুল ইসলাম ওই এলাকার মাহবুব আলমের ছেলে। অভিযুক্ত ইয়াছিন তাঁর বন্ধু ছিলেন।

মহেশখালী থানার উপপরিদর্শক অপু দে বলেন, "জোবায়েরুল এবং তাঁর বন্ধু ইয়াছিন প্রায় সময় মোবাইলে জুয়া খেলতেন। অনলাইনে জুয়া খেলার সময় ইয়াছিনের কাছে জোবায়েরের ৫০০ টাকা পাওনা ছিল। এই টাকা নিয়ে মঙ্গলবার সকালে কালালিয়াকাটায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন ইয়াছিন রেগে গিয়ে ছুরি মেরে জোবায়েরকে গুরুতর আহত করেন। তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু গতকাল রাতে তিনি মারা যান।"

এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ বলেন, "অভিযুক্ত ইয়াছিন পারভেজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন