[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংবাদ সাতদিনের বর্ষপূর্তি উদযাপন আজ

প্রকাশঃ
অ+ অ-

সংবাদ সাতদিনের বর্ষপূর্তি | গ্রাফিক:পদ্মা ট্রিবিউন

তারুণ্যর দৃঢ় প্রত্যয় বদলে দেওয়ার শপথ এই স্লোগানে  ‘সংবাদ সাতদিন’ পত্রিকা আজ শনিবার তাদের দ্বিতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস। সভাপতিত্ব করবেন পত্রিকাটির  উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,  যিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এমন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার জন্য উৎসাহ প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বিশেষ সম্মাননা এবং পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক  এবং সুধীজন  উপস্থিত থাকবেন।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমেদ কিরণ বলেন, 'এই বর্ষপূর্তির অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমরা ভবিষ্যতেও পাঠকদের জন্য নতুন ও মানসম্পন্ন খবর উপহার দিতে বদ্ধপরিকর।' 

শীতের হালকা আমেজে ঘন কুয়াশায় মোড়ানো পরিবেশে আজ বিকেল চারটায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই উৎসবটি অনুষ্ঠিত হবে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন