[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেলতলায় বেজেছে ঘণ্টা, কাঁসর ও ঢাক: আজ মহাসপ্তমী

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। কয়েকজন ভক্তের প্রার্থনা | ছবি: পদ্মা ট্রিবিউন

বেলতলায় চণ্ডীপাঠ ও চণ্ডীপূজার মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে শ্রীশ্রী দুর্গাষষ্ঠী। চণ্ডীপূজায় ছিল নানা রকম ফুল ও ফলের সমারোহ। পূজার সময় বেজেছে ঘণ্টা, কাঁসর, শঙ্খ, ঢাক ও ঢোলের বাদ্য। উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে বেলতলা। ধূপ–প্রদীপ হাতে আরতিও করেন পুরোহিতেরা। চণ্ডীপূজা শেষে মণ্ডপে মণ্ডপে ভক্তরা অঞ্জলি প্রদান করেন। সেই সঙ্গে ভক্তরা ঘুরে ঘুরে পূজাও দেখেন।

চণ্ডীপাঠের মধ্য দিয়েই মূলত শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার। পূজার এই কদিন ফুলে–ফলে, বাদ্যে, নাচে, ভক্তদের ভড়ে মুখর থাকবে মণ্ডপগুলো এবং প্রসাদ বিতরণ করা হবে।

আজ বৃহস্পতিবার মহাসপ্তমী। আজ সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন করা হয়। এরপর সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল সকালে দুর্গামণ্ডপের সামনে চণ্ডীপাঠ হয়। এই দুর্গামণ্ডপের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, ষষ্ঠীর সকালে চণ্ডীপাঠ ও চণ্ডীপূজার পর সন্ধ্যায় হয় বেলতলায় দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। তখন দেবীকে আসার জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনার পরিপ্রেক্ষিতে দেবী ঘট (পাত্রবিশেষ) এসে অবস্থান নেবেন। পরে সেই ঘট, বেলপাতা, ডালসহ নবপত্রিকা মূল মন্দিরে স্থাপন করা হবে।

ঢাকেশ্বরী দুর্গামণ্ডপ সকাল সাড়ে আটটার দিকে খুলে দেওয়া হয়, যদিও তারও আগে থেকেই ভক্ত ও দর্শনার্থীরা পূজামণ্ডপে আসতে থাকেন। তাঁরা এসে মণ্ডপে ভক্তিভরে প্রণতি জানান।

পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। মণ্ডপ ঘিরে বসেছে নানা ধরনের খাবারের দোকান।

গতকাল দুপুরে রাজধানীর খামারবাড়ি দুর্গাপূজা মণ্ডপে ধর্মীয় গান বাজছিল। সেই গানের তালে সাত–আটজন তরুণী নাচছিলেন। এ ছাড়া অনেকেই প্রতিমার সঙ্গে ছবি তুলছিলেন এবং কেউ প্রণাম করছিলেন।

গতকাল দুপুরে খামারবাড়ির এই দুর্গাপূজার মণ্ডপে ঘুরতে আসেন উষ্মা দে ও উপমা দে নামের দুই বোন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা উষ্মা দে বলেন, তাঁরা ঢাকাতেই পূজা করবেন। বোন ও বান্ধবীরা মিলে তাই পূজা দেখতে বেরিয়েছেন। উপমা দে বলেন, ভালো লাগার পাশাপাশি এবার একটু খারাপও লাগছে। কারণ, অন্যান্য বছরের মতো জাঁকজমক করে এবারের পূজামণ্ডপ সাজানো হয়নি।

২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন