[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট জয়নগর দুর্গামন্দিরে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। গত শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এবং মন্দির কমিটির সহসাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক জানিয়েছেন, শনিবার রাত দেড়টা পর্যন্ত প্রতিমায় মাটির প্রলেপের কাজ চলে। পরে মন্দিরের লোকজন বাড়ি ফিরে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুর্গাপ্রতিমা ভাঙচুর করে।

রোববার সকালে দেখা যায়, দুর্গাপ্রতিমার মুখমণ্ডল পুরোপুরি ভাঙা এবং ১০টি হাত মুচড়ে দেওয়া হয়েছে, যার ফলে হাতের বিভিন্ন অংশ ফেটে গেছে। সিংহ প্রতিমার লেজ ও পা ভাঙা, অসুরের ডান হাত ভাঙা, এবং সাপের মাথাও ভাঙা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সনাতন সম্প্রদায়ের লোকজন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ জানান, মন্দিরের পাশে পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং হিন্দু সংগঠনের নেতারা জরুরি সভা করেছেন। প্রশাসনকে আট ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে, নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা প্রশাসক ইতোমধ্যে তাঁদের আলোচনার জন্য ডেকেছেন।

ওসি এস এম জাকারিয়া জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সম্প্রতি দেশে একাধিক দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার মধ্যে ময়মনসিংহ, পাবনা ও বরিশালের ঘটনাগুলো উল্লেখযোগ্য।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন