[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাহদীর তেলোয়াতে বিটিভির শ্রোতাদের মুগ্ধতা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঈশ্বরদী

বিটিভিতে কোরআন তেলোয়াতের মাহফিলে মাহদী বিন মাহবুব | ছবি: বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত একটি অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করে প্রশংসা কুড়াচ্ছেন মাহদী বিন মাহবুব। তাঁর সুরেলা কণ্ঠ শ্রোতাদের মনে আনন্দ ছড়িয়ে দিয়েছে।

গত শনিবার সকালে বিটিভির ‘আল কোরআন’ অনুষ্ঠানে মাহদীর তেলোয়াত প্রচারিত হয়। তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকার বাসিন্দা এবং হুফফাজ প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষক।

সম্প্রতি তাঁর তেলোয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। অনেক দর্শক মন্তব্য করেছেন, “মাহদীর তেলোয়াত শুনলে শান্তি পাওয়া যায় এবং কোরআন চর্চার প্রতি আগ্রহ বাড়ে।”

ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ওলিউল্লাহ মাহদীর প্রতিভার প্রশংসা করে বলেন, "তিনি আশা করেন, মাহবুবের মতো আরও যুবক কোরআন শিক্ষায় আগ্রহী হবেন।"

মাহদী বিন মাহবুব বলেন, “এই সুযোগ পেয়ে আমি খুব খুশি। আমি চাই, আমার তেলোয়াতের মাধ্যমে আরও মানুষ কোরআন শিক্ষার দিকে মনোযোগী হোক।”

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন