[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পার্বত্য তিন জেলায় পর্যটন বন্ধ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বান্দরবান

রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি | কোলাজ

চট্টগ্রামের তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৩ দিন পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান রোববার এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি রাঙামাটি ও খাগড়াছড়িতে ঘটে যাওয়া সহিংসতার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসন এই সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দুর্গাপূজার সময়ে সাজেকসহ পার্বত্য এলাকার জনপ্রিয় পর্যটন স্থানে নেতিবাচক প্রভাব পড়েছে। ভ্রমণের মৌসুম থাকায় এসব জায়গায় অনেক বুকিং ছিল, যা এখন বাতিল হচ্ছে। এতে স্থানীয় হোটেল-মোটেল এবং পর্যটন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, "পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের ভ্রমণে আর কোনো বাধা থাকবে না। তবে এখন পর্যটকদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন