[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গোপালগঞ্জে দিদার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস | ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তৌফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আজ রোববার তৌফিক আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার দিবাগত রাত ৩টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের সোনালী ব্যাংক ভবনের তিনতলা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিবি)।

ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, "দিদার হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাঁকে আটক করে।"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং ১,৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। ওই দিন বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের গাড়িবহরে হামলা চালান। একপর্যায়ে তাঁরা স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখেন। ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন