[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত, আটজন আহত

প্রকাশঃ
অ+ অ-

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত আটজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ হোসেন জানান, "নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে আঘাত করে, যার ফলে বিস্ফোরণ ঘটে এবং দোকানে আগুন ধরে যায়। আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।"

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল জানান, "সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে তিনটি দোকানের বেশিরভাগই পুড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন