[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে সাবেক সংসদ সদস্য শফিকুলসহ ৩৪ জনের নামে হত্যাচেষ্টার মামলা

প্রকাশঃ
অ+ অ-

মামলা | প্রতীকী ছবি

প্রতিনিধি নাটোর: নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের নামে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গুলি করে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করা হয়। এ মামলায় তৎকালীন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা ও পুলিশ সুপার তারিকুল ইসলামসহ আরও ৩৩ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ শিক্ষার্থী ফরহাদ হাওলাদারের মা বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র–আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে বাদীর ছেলে ফরহাদ অন্য শিক্ষার্থীদের সঙ্গে শহরের মাদ্রাসা মোড়ে অবস্থান করছিল। এ সময় হঠাৎ জেলা প্রশাসকের নির্দেশে দুই পুলিশ সদস্যসহ হেলমেট পরিহিত ৪০ থেকে ৫০ জন আসামি তাদের ওপর হামলা চালান। প্রাণ বাঁচাতে ফরহাদ ওয়ালটন শোরুমের ছাদে উঠলে আসামিরা সেখান থেকে তাকে আটক করে বেদম মারপিট করেন। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে তার ডান হাতে গুলি করে। গুলিতে ফরহাদের হাতের মাংস ছিঁড়ে বের হয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের তদন্তও শুরু হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন