[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা সিপিবির

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) লোগো

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানান। পাশাপাশি তাঁরা সারা বিশ্বের শান্তিকামী মানুষকে ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ, যা স্মরণাতীতকালের সব সীমা ছাড়িয়ে গেছে। জায়নবাদী ইসরায়েলের সশস্ত্র বাহিনী এখন নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেই থামছে না। তারা সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত ৭০০ জনের বেশি মানুষ মারা গেছে।

এ পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সিপিবি। পাশাপাশি এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েল ও তার সহযোগী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর প্রতিবাদ জানানোরও আহ্বান জানিয়েছে বামপন্থী রাজনৈতিক দলটি।

উল্লেখ্য, আগামী ২৮-৩১ অক্টোবর বৈরুতে বিশ্বের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিগুলোর সভা হওয়ার কথা ছিল। এ সভায় সিপিবির প্রতিনিধিরা যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু লেবাননের উদ্ভূত পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে। লেবাননের কমিউনিস্ট পার্টি ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুতদের মধ্যে ত্রাণ তৎপরতা চালাচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন