সিরাজগঞ্জে দুই ভাইকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
![]() |
| মৃত্যুদণ্ড | প্রতীকী ছবি |
প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে কাওসার ও মিল্টন নামের দুই ভাইকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া উত্তর পাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে নাছির উদ্দিন (৪০) ও শহীদুল ইসলাম (৫০) এবং একই গ্রামের সমশের আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
হত্যার শিকার কাওসার ও মিল্টন উপজেলার কোদালিয়া উত্তর পাড়া গ্রামের আনতাব আলী ও হায়াতুন নেছা দম্পতির ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামিরা মামলার বাদী হায়াতুন নেছার চাচাতো ভাই। আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, জমিতে সেচ দেওয়া নিয়ে বিবাদের জেরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর কাওসার ও মিল্টনকে পিটিয়ে হত্যা করা হয়। পরের দিন তাঁদের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা করেন।

Comments
Comments