দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক
প্রকাশঃ
![]() |
| শিশু | ছবি: এআই দিয়ে তৈরি |
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাদামতলী এলাকায় দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে তাঁর মাকে আটক করেছে পুলিশ। শিশুটির নাম খাদিজা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃষ্টি আক্তার নামের এক নারী তাঁর শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেছেন। তিনি ভাসমান ও নেশাগ্রস্ত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

Comments
Comments