[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিশ্ব হার্ট দিবসে রাজশাহীতে র‍্যালি ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি। ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস-২০২৪ উদযাপিত হয়। এ উপলক্ষে রোববার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে র‍্যালি, সেমিনার, আলোচনা সভা ও বিনামূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রথমে ফাউন্ডেশন ভবন থেকে একটি র‍্যালি বের করা হয়। এরপর সেমিনার, আলোচনা সভা এবং হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে ১০৫ জন রোগীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর পরিচালক অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক। তিনি চিকিৎসকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। অধ্যাপক ডা. রইছ উদ্দিন বলেন, 'হৃদপিণ্ড আমাদের দেহের চালিকাশক্তি। হৃদরোগ প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি।'

স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহা. হবিবুর রহমান। সেমিনারে বক্তব্য রাখেন ডা. মোল্লা মো. ইফতেখার হোসেন এবং ডা. এ. এস. এম. সায়েম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও কর্মচারীরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন