[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শরীয়তপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

রাসেল সরদার | ছবি: সংগৃহীত

প্রতিনিধি শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক যুবলীগ কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় রাসেল সরদার (৩৮) নামে ওই যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাত ৩টার দিকে তিনি মারা যান।

জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, 'পূর্ব শত্রুতার কারণে রাসেলকে হত্যা করা হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' 

রাসেল সরদার ওই এলাকার ইসহাক সরদারের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে রাসেল ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন। এ সময় পেছন থেকে কয়েকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।

প্রথমে রাসেলকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাইয়ের স্ত্রী সীমা আক্তার বলেন, 'আমার দেবর আওয়ামী লীগ করতেন, তাই বিএনপির সাইফুল ও তার লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। তারা আমাদের ছোট দুটি বাচ্চাকে এতিম করে দিয়ে গেছে। আমরা তাদের ফাঁসি চাই।'

রাসেলের বোন ইয়াসমিন বলেন, 'আমার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি তো কারো ক্ষতি করেননি। খুনিদের বিচার চাই।'

এ ব্যাপারে বিএনপি কর্মী সাইফুলের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন