[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্রাজিলের মাঠে ইকুয়ডরের দাপট মেনে নিতে পারছেন না রদ্রিগো

প্রকাশঃ
অ+ অ-

ইকুয়েডরের জালে গোলের পর রদ্রিগো | এএফপি

খেলা ডেস্ক: কুরিতিবায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল কেমন খেলেছে? স্কোরলাইন বলছে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। কিন্তু ম্যাচটি দেখে থাকলে নিশ্চয়ই জানেন, খেলায় মন ভরাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশ্য এই ম্যাচের গোলদাতা রদ্রিগো বলছেন অন্য কথা। তাঁর দাবি, ব্রাজিল কেমন খেলেছে, তা বিশ্লেষণ করতে হলে সবার আগে জাতীয় দলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এর আগে সর্বশেষ চার ম্যাচেই জয়হীন ছিল ব্রাজিল।  গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ। এই তিন ম্যাচে প্রতিপক্ষ ছিল যথাক্রমে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনা। শুধু তাই নয়, গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকাতেও ভালো করতে পারেনি ব্রাজিল। উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তারপর বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল দরিভাল জুনিয়রের দল। এ ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের সপ্তম গোলটি করেছেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো।

জয়ের পর রদ্রিগো ব্রাজিলের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল। জয়টা আমাদের প্রয়োজনও ছিল। আমরা ভালো না খারাপ খেলেছি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা। জানতাম, ম্যাচটি কঠিন হবে। মৌসুমের শুরুটা সব সময়ই কঠিন। সামনে লম্বা পথ আর অনুশীলনের জন্য বেশি সময়ও নেই আমাদের হাতে।’

রদ্রিগো মনে করেন, ব্রাজিল আরও উন্নতি করবে এবং আরও ভালো করবে পরের ম্যাচগুলোয়। তবে ঘরের মাঠে ইকুয়েডরের দাপট মেনে নিতে পারছেন না রদ্রিগো, ‘জয় পেয়ে আমি খুশি। জাতীয় দলের হয়ে আরও একটি গোল পেলাম। এখান থেকে আমরা শুধু ভালোই করব। ইকুয়েডর ম্যাচে বিভিন্ন সময়ে দাপট দেখিয়েছে। এটা হতে পারে না, বিশেষ করে আমাদের ঘরের মাঠে। আমরা উন্নতি করব এবং পরের ম্যাচটি জিতব।’

বিশ্বকাপ বাছাইয়ে এ জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠল ব্রাজিল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট দরিভালের দলের। আগামী বুধবার আসুনসিওনে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন