[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহীতে পিআইবি আয়োজিত তিন দিনের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) রাজশাহীর সাংবাদিকদের জন্য তিন দিনের প্রশিক্ষণ শুরু করেছে।

শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার দুটি আলাদা অংশ শুরু হয়। এতে রাজশাহীর জাতীয় ও স্থানীয় পর্যায়ে কাজ করা ৭০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

পিআইবি জানিয়েছে, ৩৫ জন তরুণ সাংবাদিককে "মোবাইল সাংবাদিকতা" এবং ৩৫ জন জ্যেষ্ঠ সাংবাদিককে "অনুসন্ধানমূলক সাংবাদিকতা" বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রথম দিন অনুসন্ধানমূলক সাংবাদিকতার সেশন নেন যমুনা টেলিভিশনের মাহফুজ মিশু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুন। মোবাইল সাংবাদিকতার সেশন পরিচালনা করেন গাজী টিভির মোহাম্মদ শাহাবউদ্দিন ও পিআইবির পরিচালক পারভীন সুলতানা রাব্বী।

৩০ সেপ্টেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন