[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, চলতি বছরে একদিনে সর্বোচ্চ

প্রকাশঃ
অ+ অ-

রোগীর বিছানায় মশারি টাঙিয়ে চলছে চিকিৎসা | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে, যা এ বছরের একদিনে সর্বাধিক। এর আগে ১৮ ও ২২ সেপ্টেম্বর দিনে ৬ জন করে মারা গিয়েছিল। এই সাতজনকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৬০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে এ বছর মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬৫ জনে।

মৃতদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে, আর ঢাকার বাইরে মারা গেছেন ৪৫ জন। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৮২ জন, উত্তর সিটিতে ২০ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ঢাকার বাইরে বরিশালে ১৫ জন, চট্টগ্রাম সিটিতে ১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। তবে সিলেট বিভাগে এখনও কোনো মৃত্যু হয়নি।

শনিবার নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৮৭ জন, ঢাকার বাইরে ৪৭৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরের বিভাগগুলোতে বরিশালে ১০১ জন, চট্টগ্রামে ১৬৪ জন, খুলনায় ৫৩ জন, ময়মনসিংহে ৩২ জন, রংপুরে ১৭ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি আছে ৩১৭৪ জন ডেঙ্গু রোগী, এর মধ্যে ঢাকায় ১৬৩৩ জন এবং ঢাকার বাইরে ১৫৪১ জন চিকিৎসাধীন আছেন।

চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা অতীতের যেকোনো মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। এ মাসে ২৮ তারিখ পর্যন্ত ১৫ হাজার ৭২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন