[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আবার অপূর্বর সঙ্গে

প্রকাশঃ
অ+ অ-

তানজিম সাইয়ারা তটিনী | অভিনেত্রীর সৌজন্যে

বিনোদন প্রতিবেদক: সর্বশেষ ‘পথে হলো দেরি’ নামের একটি নাটকে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছিলেন তটিনী। সে-ও বছরখানেক হবে। মাঝখানে দুজনের আর একসঙ্গে কাজ করা হয়নি। এবার পরপর দুটি নাটকে অপূর্বর বিপরীতে কাজ করতে যাচ্ছেন তটিনী। নাটক দুটির নাম এখনো ঠিক হয়নি। তবে পরিকল্পনা চূড়ান্ত। ১৪ সেপ্টেম্বর শুটিং শুরু হবে।

তটিনী বলেন, ‘নাটকগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি। শুটিংয়ে যাওয়ার পর নাটক দুটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।’ অপূর্বর বিপরীতে কাজ করে অভিনয় সম্পর্কে অনেক কিছুই শেখার আছে বলে মনে করেন তটিনী। 

বলেন, ‘প্রতিটি দৃশ্য করার আগে রিহার্সাল করে খুবই সুন্দর করে অভিনয় বের করার গুণটা তাঁর দারুণ। কাজের সময় সহশিল্পীরা অপূর্ব ভাইয়ের কাছ থেকে কোনো না কোনো কিছু শেখার সুযোগ পান।’

রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে অনেক দিন কাজ বন্ধ ছিল।

গত ২৪ আগস্ট মাহমুদুর রহমান হিমির ‘সর্বস্ববাদী’ নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তটিনী। 

তাঁর বিপরীতে ছিলেন জোভান। এরপর শেষ করলেন রুবেল হাসানের ‘আবির ছোঁয়া’।

এ নাটকে তটিনীর সহশিল্পী ইয়াশ রোহান। বর্তমানে আরমান রহমানের ‘আনন্দ কুটি’র নামের আরেকটি কাজের শুটিং চলছে। অভিনয়ে তাঁর সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন