[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুর্গাপূজার বিরোধিতা: উসকানিদাতা ও সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেপ্তারের দাবি ঐক্য পরিষদের

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক: সর্বজনীন দুর্গাপূজার বিরোধিতা করে হিন্দু সম্প্রদায়কে হুমকি দিয়ে ১৬ দফা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই ‘সাম্প্রদায়িক উসকানিদাতা ও সম্প্রীতি বিনষ্টকারীদের’ অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে ঐক্য পরিষদ।

রোববার ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিবৃতিতে ঐক্য পরিষদ বলেছে, সাম্প্রদায়িক উসকানিমূলকভাবে হিন্দুধর্ম অবমাননাকারী দাবিগুলো প্রচারে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এ জন্য সরকারি উদ্যোগ নেওয়া না হলে পূজার্থীরা সাড়ম্বরে দুর্গাপূজা আয়োজনে নিরুৎসাহিত হয়ে পড়বেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ১৬ দফা দাবি মানবাধিকার পরিপন্থী এবং নিরঙ্কুশ ধর্মীয় স্বাধীনতার চূড়ান্ত লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করেছে ঐক্য পরিষদ। তারা বলেছে, এ ধরনের ধর্মীয় বিদ্বেষপূর্ণ প্রচারণা বেশ কিছুদিন ধরে অব্যাহতভাবে লক্ষ করা যাচ্ছে। কিন্তু বিদ্বেষকারীদের বিরুদ্ধে সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জনগণ গভীরভাবে উৎকণ্ঠিত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন