খতিবের অপসারণ দাবিতে মডেল মসজিদে হট্টগোল
প্রকাশঃ
![]() |
| মসজিদে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি মীরসরাই: মীরসরাই উপজেলায় মডেল মসজিদের খতিব আরিফুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। এ নিয়ে মসজিদে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।
শুক্রবার জুমার নামাজের আগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর মসজিদে জুমার নামাজ শুরু হওয়ার সময়ে খতিবকে অপসারণ দাবিতে হট্টগোল সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে অংশ নেওয়া পারভেজ চৌধুরী বলেন, খতিব আরিফুল ইসলাম নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তিনি সবসময় আওয়ামী লীগের গুণগান গাইছেন। সুদকে হালাল করার চেষ্টা করেছেন মিম্বারে বসে। খতিবকে বহিষ্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপরও অপসারণ না করায় মানববন্ধন করেছি।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহফুজা জেরিন বলেন, খতিব আরিফুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ ও স্মারকলিপি পেয়েছি। মুসল্লিদের অভিযোগটি তদন্ত করে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
Your account is not yet verified. Please check your inbox for a verification link.
Comments
Comments