[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাহাড়ে হামলার দায় ড. ইউনূসের সরকার এড়াতে পারে না: ইউপিডিএফ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য তিন জেলায় ‘জুম্ম ছাত্র জনতা’র ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা, খুন ও বিহার-ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি এসব ঘটনার জন্য ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছে।

এছাড়া দলটি ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে।

শুক্রবার সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের সহ-সভাপতি নতুন কুমার চাকমা খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনাকে বর্বরোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করেন।

তিনি দাবি করেন, ‘গতকাল খাগড়াছড়ির দীঘিনালা সদরে বাস স্টেশনের বটতলা লারমা স্কয়ারে মিছিল সহকারে এসে সেটলার বাঙালিরা পাহাড়িদের ওপর অতর্কিত হামলা চালায় এবং দোকান-ঘরবাড়িসহ একটি বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ-ভাঙচুর করে।’ 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এই ঘটনায় আহত ধন রঞ্জন চাকমা (৫০) খাগড়াছড়ি সদর হাসপাতালে মারা যান। এতে জুনান চাকমা (২২) ও রুবেল ত্রিপুরা (২৪) নামে দুই জন নিহত হন এবং ১২ জনের বেশি গুরুতর আহত হন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হন। আজ রাঙামাটিতে ‘‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের’’ উদ্যোগে দীঘিনালা-খাগড়াছড়ি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হলে বাঙালিরা পাহাড়িদের দোকানপাট ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।’

বিবৃতিতে ইউপিডিএফ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর নোবেলবিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পাহাড়িদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার সরকার এ হামলার দায় কোনোভাবেই এড়াতে পারে না।’

বিবৃতিতে তিনি ঢাকায় বিক্ষুব্ধ ‘জুম্ম ছাত্র-জনতা’র তিন পার্বত্য জেলায় ডাকা শনিবার থেকে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানান এবং এই কর্মসূচি সফল করতে নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন